featured post রাষ্ট্র সূচনা

প্রয়াত ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক

প্রয়াত ভারতীয় ক্রিকেটের উজ্জল নক্ষত্র অজিত ওয়াদেকর। দীর্ঘদিন ধরেই জটিল রোগ ক্যন্সারে আক্রান্ত ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। আজ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যগ করেছেন তিনি। ১৯৫৮ সালে জাতীয় ক্রিকেটে অভিষেক। অজিত ওয়াদেকরের নেতৃত্বেই এককালে ভারতীয় ক্রিকেটে ঘটেছিল স্বর্নযুগের সূচনা। ১৯৭‍১ ও ১৯৭৩ সালে ওয়েস্টইন্ডিজ ও ইংল্যন্ডের মাটিতে সিরিজ জয় তারই দুটো জ্বলজ্যান্ত উদাহরন। শুধু অধিনায়কই নন, ভারতের জাতীয় দলের কোচ হিসেবেও একজন সফল মানুষের নাম অজিত ওয়াদেকর। মহম্মদ আজারুদ্দিনের অধিনায়কত্বে জাতীয় দলে অজিত ওয়াদেকরের কোচিং ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সময়।(Ajit Wadekar passed away)

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

আপনি কি আবগত আছেন?

অনুসরণঃ

#National