Land slide in Siliguri
Featured উত্তরবঙ্গ বঙ্গ সূচনা

সোমবার থেকে দফায় দফায় শিলিগুড়ি তে ধস নেমেছে, পাহাড়ের সাথে বিচ্ছিন্ন যোগাযোগ

ধসের কারণে আবারও ভোগান্তির শিকার শিলিগুড়ির মানুষ। সোমবার থেকে এই পর্যন্ত দফায় দফায় ধস নামায় সিকিম, ডুয়ার্স সহ দার্জিলিঙের বিভিন্ন জায়গার সাথে শিলিগুড়ি-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রথম বড়ো ধস নামে দশ নম্বর জাতীয় সড়কে সোমবার রাতে। তবে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মঙ্গলবার প্রবল বৃষ্টি চলার সময় দশ নম্বর জাতীয় সড়কে রম্ভীর কাছে ২৯ মাইলে ধস নামলে শিলিগুড়ি-র সাথে সিকিমের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশাসন দ্রুততার সাথে ব্যাবস্থা নিলেও বৃষ্টি বারবার বাঁধা হচ্ছে। এখানেই সমস্যা শেষ নয়। বুধবার সকালে আবার নতুন করে ৩১ নম্বর জাতীয় সড়কের দুটি জায়গায় ধস নেমেছে। প্রথম ধস নামে সেবক কালিবাড়ির কাছে। যার ফলে শিলিগুড়ি-র সাথে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় ধসটি নামে সেবক করোনেশন সেতুর কাছে। যার দরুন শিলিগুড়ি-র সাথে অসম ও ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসন যুদ্ধকালীন পরিস্থিতি তে পরিস্থিতি যতো তারাতারি সম্ভব স্বাভাবিক করতে কাজ করছে। কিন্তু বৃষ্টি হওয়াতে কতো তারাতারি প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হবে? এই প্রশ্নে ঘুম ছুটেছে শিলিগুড়িবাসীর।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

সাম্প্রতিক শিরোনাম:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *