Gate Garcia Salo
featured post শহর ও শহরতলি সূচনা

‘গেট গর্জিয়াস’ এর পাঁচ বছর

Focal Point:

  • Get Gorgeous Saloon Complete Their 5 years With A Fantastic Evening

সল্টলেকের গেট গর্জিয়াস সালোঁ পাঁচ বছরে পদার্পণ করল।সেই উপলক্ষে তাঁদের বিপনিতে একটি সুন্দর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।সুরকার প্রতীক কর্মকার ও গায়ক সায়ন রায়ের মেলবন্ধনে শুনতে পাওয়া গেল অনেক মনোমুগ্ধকর গান।
সংস্থার কর্ণধার মৌমিতা জানালেন মানুষের অন্তরের সৌন্দর্য্যের সঙ্গে বাইরের মানুষটিকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর।সারা বছরই তাঁরা বিভিন্ন আয়ুর্বেদিক দ্রব্য দিয়ে মানুষকে সুন্দর বানানোর কাজ করে থাকেন।তাঁদের বিপনীতে পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা আছে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Kolkata

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত