Howrah Station
featured post শহর ও শহরতলি সূচনা

সকাল হতেই শিয়ালদহ ও হাওড়া থেকে আটক আরও ২, দুই দিনে কলকাতায় পুলিশের জালে ৪ জঙ্গি

Focal Point:

  • Today 4 Terroist Was Arrested From Sealdah And Howrah Station

মঙ্গলবার সকাল হতেই শহরে উত্তেজনা। শিয়ালদহ ও হাওড়া (Howrah Station) স্টেশন থেকে আটক দুই জঙ্গি।
সূত্রের খবর, জেরার মুখে দুজন জানিয়েছে,

“তারা জামাত উল মুজাহিদিনের সক্রিয় সদস্য”। “জামাতের সংগঠন বৃদ্ধির ও অর্থ সংগ্রহের লক্ষ্যে তাদের কলকাতায় আসা”।

আজ সকালে এদের আটক করে এসটিএফ। ধৃত শাহিদ আলম ও রবিউল ইসলাম কে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য গতকাল শহর থেকেই আরও দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। আর তাদের জিজ্ঞাসাবাদ করেই আজকের সফলতা বলে পুলিশ সূত্রে খবর।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Kolkata

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত