Rajlakshmi O Srikanta
টলি বিনোদন সূচনা

কলকাতা-র বুকে মিললো না সিনেমা হল, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের এমন সমস্যার সরব চলচ্চিত্র মহল

Focal Point:

  • There Is No Vacancy In Kolkata For Rajlakshmi O Srikanta

ইতিমধ্যে জানা গেছে, “রাজলক্ষী ও শ্রীকান্ত” (Rajlakshmi O Srikanta)-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০শে সেপ্টেম্বর। তবে তা পিছিয়ে ২৭শে সেপ্টেম্বর করা হয়েছে। কারণ ২০ তারিখে মুক্তি পাচ্ছে “গোয়েন্দা জুনিয়র ” এবং “১৭ই সেপ্টেম্বর “। এছাড়া বলিউডের দুটি ছবিও মুক্তি পাচ্ছে এই দিন। তবে প্রদীপ ভট্টাচার্যের “রাজলক্ষী ও শ্রীকান্ত” এর জন্য প্রেক্ষাগৃহ খুঁজতে রীতিমতো কালঘাম বেরিয়ে গেছে। ছবিটিতে অভিনয় করছেন, ঋত্বিক, রাহুল, অপরাজিতা ঘোষ দাস প্রমুখ। সিনেমাটির গান গুলি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে যাওয়ার পরেও এই ধরনের প্রেক্ষাগৃহ জনিত সমস্যা মেনে নেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছে চলচ্চিত্র মহল। মুম্বই থেকেও এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরা।
আঞ্চলিক ভাষায় তৈরি সিনেমা গুলি প্রাইম টাইমের একটি সময়ে দেখানোর কথা নির্ধারিত করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিবেক কুমারও এই ঘটনা জানান। এটাও বলেন, অন্তত ১২০ দিন সিনেমাটি দেখানো হবে। হল বুকিং এর আগে ফিল্ম ডিস্ট্রিবিউটার এবং প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ-র মধ্যে আলোচনায় কোন ফাঁক ছিল কিনা সেটা দেখা হচ্ছে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Kolkata #Entertainment #Tollywood

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত