Firad Hakim
featured post শহর ও শহরতলি সূচনা

“আমরা ব্যর্থ, আমি দুঃখিত”, ছট পুজো নিয়ে অবশেষে ফিরহাদ হাকিম

ছট পুজোর দিন গেটের তালা ভেঙে যেভাবে ভেতরে ঢুকে রবীন্দ্র সরোবরে পূজো করেছেন পুণ্যার্থীরা, সে বিষয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এমন ঘটনা? কেন সঠিক সময়ে তৎপরতা সাথে ব্যবস্থা গ্রহণ করতে পারল না প্রশাসন? এসব প্রশ্ন ওঠায় স্বাভাবিকভাবেই যথেষ্ট অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরক‍ার। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে মেয়র বলেন, “বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু ছট পুজোর দিন রবীন্দ্রসরোবরে মানুষকে আটকানো সম্ভব হয়নি, জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দান করেছিল ওখানে যেন পুজো না হয়, সেই নির্দেশ মেনে প্রচার চালানো হয়েছিল। পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছিল আলাদা জলাশয়। কিন্তু ধর্মপ্রাণ বহু মানুষ সরোবরেই পুজো করেছেন। এটা আমাদের ব্যর্থতা, এর জন্য আমি দুঃখিত”। সাথে কলকাতার মেয়র ধন্যবাদ জানিয়েছেন কে এম সি ও কে এম ডি তে কর্মরত কর্মীদের, যারা পুজো শেষ হওয়ার সাথে সাথেই জলাশয় পরিষ্কারের কাজে হাত লাগিয়েছিলেন। যদিও এই মুহূর্তেও রবীন্দ্রসরোবরে মাঝে কিছু পুজোর ফুল, পাতা প্রদীপ ও প্লাস্টিক ভেসে থাকতে দেখা গেছে তবে পুরসভার দাবি, রবীন্দ্র সরোবর এখন সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #Kolkata

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত