Nalua Nabarun Sangha
featured post শহর ও শহরতলি

সাতাশে নালুয়া নবারুণ সংঘের জগদ্ধাত্রী পুজো, সাথে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকছে এলাকাবাসী

২৭তম বর্ষে পদার্পণ করলো দক্ষিণ ২৪ পরগনা জেলার নালুয়া নবারুণ সংঘের জগদ্ধাত্রী পুজো। কাঠের ঘুসি ও তুষ দিয়ে এবার সেজে উঠেছে এখানকার পূজো মন্ডপ। সাথে ডাকের সাজে তৈরি সুন্দর প্রতিমায় মন্ডপের সজ্জা বৃদ্ধি পেয়েছে আরও কয়েকগুণ। পাশাপাশি রয়েছে কলকাতা থেকে আসা বিশেষ আলোকসজ্জা, যা কেড়ে নিচ্ছে আপামর দর্শনার্থীদের মন। সাথে পুজো কমিটির উদ্যোগে পুজোর দিনগুলিতে আয়োজিত হচ্ছে বিশেষ কয়েকটি অনুষ্ঠান। এপ্রসঙ্গে ক্লাব সম্পাদক তপন মন্ডল আমাদের জানান,

“আগামীকাল রয়েছে ক্যুইজ প্রতিযোগিতা যা সম্পূর্ণটা অনুষ্ঠিত হবে অডিও ভিজুয়াল রাউন্ড এর মধ্যে দিয়ে। এরপর সন্ধ্যা থেকে শুরু হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার রয়েছে রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতো সামাজিক কর্মসূচি ও সেদিন সন্ধ্যায় নালুয়া নবারুণ সংঘের পক্ষ থেকে আয়োজিত আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকবেন এলাকাবাসী। শনিবার অনুষ্ঠিত হবে একটি বিচিত্রা অনুষ্ঠান”।

নালুয়া নবারুণ সংঘ

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #North Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত