featured post শহর ও শহরতলি সূচনা

অত্যন্ত সংকটজনক অবস্থায় সোমনাথ চট্টোপাধ্যায়

অবস্থা আরও খারাপ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের।কিডনির সমস্যা থাকায় আগে থেকেই তাঁর ডায়ালিসিস চলছিল।শুক্রবার পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার উন্নতি তো হয়ইনি উল্টে প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ার জন্য তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়।চিকিৎসকদের তরফে জানানো হয়েছে তাঁর মাল্টি অরগ্যান ফেইলিওর ও রক্তে অক্সিজেনের মাত্রা ভয়ানক রকম ভাবে কমে গিয়েছে।(Somnath Chatterjee health condition)

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

আপনি কি আবগত আছেন?

অনুসরণঃ

#State #Politics