Bagbazar Sarbajanin
বাজল ছুটির ঘন্টা সূচনা

শতবর্ষে “নবদিন” এর বিচারে ‘সেরা ঐতিহ্য’ বাগবাজার সার্বজনীন

ফিরে দেখা ইতিহাসকে সাক্ষী রেখেই চলতি বছরে তিলোত্তমার অন্যতম আকর্ষন বাগবাজার সার্বজনীন। নব প্রজন্মের মন যখন জয় করছে একের পর এক নাম না জানা থিম, তখনও সাবেকিয়ানাকে পাথেয় করে শহরের বুকে উঁকি দেয় ইতিহাস। এক কথায় সেই ইতিহাস ও সাবেকিয়ানার মেলবন্ধন এই পুজো। যা এবার পদার্পণ করলো শত বর্ষে। আর সেই আনন্দঘন মুহূর্তে বাগবাজার সার্বজনীনের পুজোয় উপস্থিত হয়েছিলো “নবদিন”। ইতিহাস ও ঐতিহ্যকে আজও সমান তালে বজায় রেখে কোন উপায় আগামীর পথে এগিয়ে চলা সম্ভব? তারই এক টুকরো চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায়। তাই “নবদিন” এর বিচারে ‘সেরা ঐতিহ্য” এর পুরস্কার গ্রহন করলো বাগবাজার সার্বজনীন পুজো কমিটি।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

আপনি কি অবগত আছেন?

অনুসরণঃ

#Durga Puja 2018