Senco Gold And Diamond
featured post শহর ও শহরতলি সূচনা

‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’ এর অনন্য ফ্যাশন শো

Focal Point:

  • Senco Gold And Diamond Organize A Fashion Show

প্রখ্যাত গহনা বিপণি সংস্থা ও এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া ইস্ট ২০১৯ এর সহযোগী ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’ প্রস্তুত করলো এক অনন্য ফ্যাশন শো এর।অ্যাসিড আক্রান্ত ও তাঁর থেকে লড়াই করে জীবনের মূল স্রোতে ফিরে আসা দুই নারীর সাথে একই সাথে হাঁটলেন এফবিবি ফেমিনা মিস ইন্ডিয়া ইস্ট ২০১৯ এর রাজ্যের বিজয়িনীরা।জ্যোতিষ্মিতা বড়ুয়া, রোশনি দাদা, ঊর্মিলা সাগলোসেম, সঙ্গীতা দাস, লালনুনথারি রুয়ালেং, মারিনা কিহো, সাংদোমা তামাং, জয়ন্তী রেয়াং, শিবানি যাদব, শ্রেয়া শংকর, সুস্মিতা রায়, চিত্রাপ্রিয়া সিং ও শীতল সাহু যাঁরা যথাক্রমে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, ছত্তিশগঢ়, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশা থেকে প্রতিনিধিত্ব করছেন।তাঁদের সাথে মঞ্চ ভাগ করে নেন অ্যাসিড আক্রান্ত ময়না প্রামাণিক ও সুনীতা দত্ত যাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন ও জানান কিভাবে তাঁরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পেরেছেন।
এক্সিকিউটিভ ডিরেক্টর, সেনকো গোল্ড ও ডায়মন্ডস, মি. শুভঙ্কর সেন জানান “আমাদের সংস্থা অনেক বছর ধরেই মিস ইন্ডিয়া সাথে যুক্ত রয়েছি।এটা পৃথিবীব্যাপী একটি মঞ্চ যেখানে ভারতীয় মহিলাদের সামনের সারিতে নিয়ে এসে তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে।এটা অবশ্যই একটা সুযোগ নবীন প্রজন্মের কাছে সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলা কে তুলে ধরা।আমরা বিশ্বাস করি সৌন্দর্য্য শুধুমাত্র বাইরেই নয়, বুদ্ধি ও হৃদয়ের মধ্যেও থাকে যা সমাজকে আলোকিত করতে সাহায্য করে।আমরা খুবই খুশি এই সকল সুন্দরের প্রতিমা কে সোনায় সাজিয়ে তুলতে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Kolkata

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত