Golden Tulip
featured post শহর ও শহরতলি সূচনা

‘গোল্ডেন টিউলিপ’র নববর্ষের উপহার ‘নববর্ষের ভুরিভোজ’

Focal Point:

  • Golden Tulip Comes with Their New Menu For The Bengali new Year

কয়েকদিন বাদেই আসতে চলেছে বাঙলা নববর্ষ। সেই উপলক্ষে সল্টলেকের গোল্ডেন টিউলিপ রেঁস্তোরা নিয়ে এল ‘নববর্ষের ভুরিভোজ’।প্রায় পঞ্চাশ ধরনের সাবেকি বাঙালি খাবারে সাজানো হয়েছে এই আয়োজন।এর মধ্যে বিশেষ হল ঘোল, পুঁটলি মুরগী, চিংড়ি পাটিসাপটা, মাংসে ভরা পটল দোরমা, কষে কষা আলুর দম, লুচি, ঘি ভাত, ছানার পায়েস সহ আরও অনেক।আগামি ১৩-১৫ ই এপ্রিল ৯৯৯টাকার বুফেতে এই সমস্ত ধরনের খাবার চেখে দেখার সুযোগ পাবে বাঙালি।সংস্থার অন্যতম সদস্য সুমন্ত মাইতি জানালেন “বাঙালিদের হারিয়ে যাওয়া খাবার একদম পুরোপুরি বাঙালি ঐতিহ্য মেনে তাদের পাতে পৌঁছে দিতে আমাদের এই আয়োজন।নববর্ষ বরণের এর থেকে ভালো কিছু হতেই পারে না।বাচ্চাদের জন্যও আমাদের এখানে থাকছে বিশেষ ব্যবস্থা।সনাতনী পোশাকে এই খাবার পরিবেশন করাও আমাদের লক্ষ্য”।তাঁদের এই উদ্যোগে বাঙালির বর্ষবরণ এক অন্য মাত্রা নেবে তা বলাই বাহুল্য।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

 #Kolkata

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত