featured post শহর ও শহরতলি সূচনা

ছন্দনীড়ের স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে বরানগর শশীভূষণ নিয়োগী গার্ডেন লেন ৪৫ এর প্লট অধিবাসীবৃন্দ ছন্দনীড়ের তরফে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন করেন ছন্দনীড়ের সভাপতি শঙ্কর প্রসাদ মুখার্জ্জী। এরপর গানের মাধ্যমে শ্রদ্ধা জানান চিত্রিতা ভৌমিক ও ছন্দা ভট্টাচার্য।এই অনুষ্ঠানে ছন্দনীড়ের অধিবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন অমর মুখার্জ্জী,দিনেশ ভট্টাচার্য,চিন্ময় রায়,অশোক ভৌমিক,রাজেশ মিত্র,অরুন পাত্র,সুব্রত সিনহা,বংশী সিনহা,তপন চন্দ,নিশীথ চন্দ,তারক নাথ খাঁ,তারাপদ দত্ত,মনীষা মুখার্জ্জী ও আরও অনেকে। ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও ভালোবাসার বার্তা দেন ছন্দনীড়ের অধিবাসীরা।