Alejandro Menéndez after 2nd match of I league
Featured ক্রীড়া ফুটবল সূচনা

অমরজিৎ, জ্যাকিচাঁদের সাথে গোয়া থেকে ইস্টবেঙ্গলে শুভ, কিন্তু বিদেশীর প্রশ্নে কি উত্তর?

হাতে গোনা কয়েকটা দিন। তারপর শুরু হয়ে যাবে আইএসএল। আর কোন সমস্যা না থাকলেও এই সময়ের মধ্যে দল গঠন করা লাল হলুদের কাছে নিঃসন্দেহে বড়ো চ্যালেঞ্জ। জানা গেছে, আপাতত স্থানীয় ফুটবলারদের তালিকা তৈরিতে মন দিয়েছে ক্লাব। ইতিমধ্যেই সাত জন ফুটবারের নাম চূড়ান্ত হয়েছে। সোমবার অনুর্ধ্ব ১৭ ভারতীয় দলের অধিনায়ক অমরজিৎ সিং-এর সাথে চুক্তি সম্পুর্ন হবে।

শেষ বছরে অমরজিৎ কে পছন্দ করেছিল ইস্টবেঙ্গল(East Bengal)। কিন্তু, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় এই ডিফেন্সিভ মিডফিল্ডার কে জামশেদপুর থেকে নিয়ে নেয় এফসি গোয়া। আরেক ফুটবলার জ্যাকিচাঁদ সিং কে দলে নিয়ে আসার কথা প্রায় চূড়ান্ত। মুম্বাই সিটি থেকে তিনি যোগ দেবেন ইস্টবেঙ্গলে। পাশাপাশি, শুভ ঘোষের নামও উঠে আসছে। শুভ মোহনবাগানের প্রাক্তনী। এখন রয়েছেন এফসি গোয়া-য়। সব ঠিক থাকলে সেখান থেকে এসে তিনি লাল হলুদ শিবিরে যোগ দেবেন বলে খবর। বিদেশী ফুটবলার নিয়ে এখন বেশি মাথা ঘামাতে রাজি নয় লাল হলুদ শিবির। মনে করা হচ্ছে, নতুন কোচ নিজের পছন্দ মতো বুঝে শুনে বিদেশীদের নিয়ে আসবেন।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *