Anil Kumble
Featured ক্রিকেট ক্রীড়া সূচনা

কোহলিদের হেড কোচ হয়ে ফিরছেন অনিল কুম্বলে? জল্পনা তুঙ্গে

আর কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের সাথে চুক্তি শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। পরবর্তী কোচ কে? এই প্রশ্নে আলোচনা শুরু হয়েছে ক্রীড়া মহলে। অতীতে, রাহুল দ্রাবিড়ের নাম জোরদার হলেও দ্রাবিড় নিজের পুরনো জায়গায় ফিরে কাজ করতে ইচ্ছুক বলে স্পষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই এই পদের জন্য উঠে আসছে একাধিক নাম। এরমধ্যে শুরু নতুন জল্পনা। অতীতে, ভারতীয় দলের কোচ ছিলেন অনিল কুম্বলে(Anil Kumble)।

এক বছর কোহলিদের হেড কোচ হিসেবে দলের সাথে ছিল কুম্বলে। শোনা যায়, অধিনায়কের সাথে মতপার্থক্যে সরে যেতে হয়েছিল অনিল কুম্বলে কে। ২০১৬ সালে অনিল কুম্বলের কোচিং-এ ভালো পারফরম্যান্স করেছে ভারত। কুম্বলের কোচিং অভিজ্ঞতা নিয়ে কোন প্রশ্ন থাকার কথা নয়। পাশাপাশি, শোনা যাচ্ছে এই মুহুর্তে ভারতীয় দলের নতুন কোচ হিসেবে অনিল কুম্বলে কে পছন্দ করছেন স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখনো কয়েকটা দিনের অপেক্ষা।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *