পাঠ্য বইতে পয়েন্ট করে লেখা পণ প্রথার সুফল, বিতর্কে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল
বইয়ের পৃষ্ঠায় পয়েন্ট করে করে লেখা পণ প্রথার সুফল। সম্প্রতি এমনই একটি বইয়ের পৃষ্ঠা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা দেখে নিন্দার ঝড় শিক্ষা মহলে।
সূত্রের খবর, বিএসসি নার্সিং-এর দ্বিতীয় বর্ষের পাঠ্য বইতে পণ প্রথার সুফল নিয়ে লেখার উল্লেখ রয়েছে। কিন্তু এই পণ প্রথা ভারতে নিষিদ্ধ। শুধু তাই নয়, পয়েন্ট করে পণ প্রথার সুফল উল্লেখ করা হয়েছে বইয়ের ওই পৃষ্ঠায়। সাথে লেখা হয়েছে, ‘এই প্রথার মাধ্যমে কুৎসিত মেয়েদের বিয়ে দিয়ে বিদায় করা যায়’।
এই পৃষ্ঠার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও ঘটনার দায় স্বীকার করতে রাজি নয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। সোমবার একটি নোটিশ দিয়ে কাউন্সিল জানিয়েছে, ‘কোন লেখক বা প্রকাশনা কে সমর্থন করে না নার্সিং কাউন্সিল। দেওয়া হয়না নাম ব্যাবহার করার অনুমতি। ওই বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠায় যা লেখা রয়েছে কাউন্সিল তা সমর্থন করছে না। পণ প্রথা আইন বিরোধী।