Featured দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

আসানসোলের স্টিল কারখানায় দুর্ঘটনার শিকার ৩ শ্রমিক

শুক্রবার রাতে আসানসোলের জামুরিয়ার এক স্টিল কারখানায় ঘটে ভয়ঙ্কর দূরঘটনা। জামুরিয়ার শিল্পতালুকের ওই কারখানার একজন শ্রমিক বৈদ্যনাথ সিংহ জানান, কারখানা থেকে যে ছাই নির্গত হয় তা জমা হয় একটি ট্যাংঙ্ক। সেই ট্যাংটি ভর্তি হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যায় সেই ট্যাং সাফ করতে নামেন ৪জন শ্রমিক। ট্যাং সাফ করার সময় ট্যাংকের সেটির একটি অংশ ভাঙ্গা পরে। সঙ্গে সঙ্গেই ছাইয়ের নিচে চাপা পরে যায় ৪শ্রমিক। এমনটাই আশংকা করছেন শ্রমিকদের এক ভাগ। কোনওক্রমে বেঁচে ফিরেছেন একজন।

খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। শ্রমিকদের দাবি, দিলীপ গোপ, শিবশঙ্কর ভট্টাচার্য ও তন্ময় ঘোষ নামে তিন শ্রমিক আটকে রয়েছেন। অনেকেরই দাবি কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই এরকম দুর্ঘটনা ঘটে গেল। এনিয়ে কারখানার আধিকারিক সুমিত চক্রবর্তী বলেন, ট্রেনে আছি। কারখানায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়েই কিছু বলতে পারব।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *