Dooars
Featured উত্তরবঙ্গ বঙ্গ সূচনা

ডুয়ার্সে ভারী বর্ষণ, জলে ডুবে বিন্নাগুরি

ডু্য়ার্সে (Dooars) প্রবল বৃষ্টি। একাধিক বসতি এলাকা জলমগ্ন। শুধু তাই নয়, কয়েকটি চা বাগানেও জল ঢুকে সমস্যা হয়েছে। জানা গেছে, ভুটান পাহাড়ের প্রবল বর্ষণে জলমগ্ন বিন্নাগুরির এস এম কলোনি, নেতাজি পল্লি, সুভাষ পল্লি-সহ বেশ কয়েকটি এলাকা। কিছু বাড়িতেও জল ঢুকেছে। ভারী বৃষ্টির ফলে উপরে উঠে এসেছে ডায়না নদীর জল। এমনকি, বিন্নাগুরি-হলদিবাড়ি সড়ক ও ভূটানগামী ইন্দ-ভূটান সার্ক সড়ক জলে ডুবে রয়েছে। ফলস্বরূপ বন্ধ রয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে, বানারহাটে হাতিনালার জল রেললাইনের উপরে চলে আসায় কিছু ট্রেন দেরীতে চলছে।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *