featured post রাষ্ট্র সূচনা

প্রয়াত প্রাক্তন সাংসদ, জাতীয় রাজনীতিতে শোকের ছায়া

চলে গেলেন প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। আজ সকাল ৬টা নাগাদ শহরের একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ। গত আগস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুরুদাস দাশগুপ্ত। চিকিৎসকরা জানিয়েছিলেন,

“শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, সাথে হয়েছে মাইল্ড স্ট্রোক”।

বাংলাদেশের বরিশালে ১৯৩৬সালে ৩রা নভেম্বর জন্মগ্রহণ করেন গুরুদাস দাশগুপ্ত। প্রথম রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ১৯৫৮ সালে। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে সাংসদ হয়েছিলেন মোট পাঁচবার। ২০০৯ সালে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে জয়ী হলে লোকসভায় সিপিআই-এর দলনেতা মনোনীত হন গুরুদাস দাশগুপ্ত।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত