The Alchemist Paulo Coelho
বলি বিনোদন সূচনা

“নওয়াজউদ্দিন সিদ্দিকি-র অভিনয় একটা অন্য মাত্রা যোগ করে দিয়েছে”, জানালেন দ্য এলকেমিস্ট-এর লেখক

Focal Point:

  • The Writer Of The The Alchemist Paulo Coelho On Nawazuddin Siddiqui

নেটফ্লিক্স এর অন্যতম জনপ্রিয় ওয়েবসিরিজ “স্যাক্রেড গেমস” এ নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় দেখে অভিভূত হয়ে টুইট করলেন বিখ্যাত লেখক পাওলো কোহেলো (The Alchemist Paulo Coelho)।
প্রথম সিরিজের অভাবনীয় জনপ্রিয়তার পর গত ১৫ই আগষ্ট শুরু হয় “স্যাক্রেড গেমস ২”। বিক্রম চন্দ্রার উপন্যাসের ভিত্তিতে গড়ে ওঠা চরিত্রটি দেখে গুণমুগ্ধ হয়ে লেখক জানিয়েছেন, “নওয়াজউদ্দিনের মত একজন বড় মাপের অভিনেতার অভিনয়ে স্যাক্রেড গেমস আলাদা মাত্রা পেয়েছে।
এই ধরনের প্রশংসা সূচক কথায় যারপরনাই আপ্লুত নওয়াজ। তিনিও রি-টুইট করে জানিয়েছেন। “দ্য এলকেমিস্ট-এর লেখার মুগ্ধ ভক্ত তিনি। তার বই থেকে নির্মিত ‘ভেরোনিকা ডিসাইডস টু ডাই’ চলচ্চিত্রের এর কথাও বলতে ভোলেননি অভিনেতা।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Entertainment #Bollywood

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত