Poster Of Narendra Modi's Biopic
বলি বিনোদন সূচনা

পেল বায়োপিকের পোস্টার

Focal Point:

  • The Poster Of Narendra Modi’s Biopic had came out On His Birthday

জন্মদিনে মুক্তি পেল বায়োপিকের পোস্টার। সঞ্জয় লীলা বনশালি প্রযোজিত এই ছবির নাম “মন বৈরাগী”। ১৭ই সেপ্টেম্বর মোদীর জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিই বা হতে পারে। এই দিন ছবির পোস্টার প্রকাশ করলেন অভিনেতা অক্ষয় কুমার। এর আগেও মোদির জীবনকাহিনী নিয়ে ওয়েব সিরিজ বানানো হয়। মুখ্য চরিত্রে অভিনয় করেন বিবেক ওবেরয়। কিন্তু সেটি ভোটের আগে প্রকাশ না করার দাবিতে সরব হয়ে ওঠেন মোদি-বিরোধীরা। তাই কমিশনের নির্দেশানুসারে ভোটের ফল ঘোষণার পর মুক্তি পায় ছবিটি। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ যোশি, বরখা বিস্ত সেনগুপ্ত, বোমান ইরানি প্রমুখ লোকজন। এর পাশাপাশি ভোটের কারণে সমস্যায় পরে ওয়েব সিরিজ ” মোদি : জার্নি অফ আ কমন ম্যান”। ওয়েবসিরিজটির পাঁচটি পর্ব প্রকাশ পেয়ে যাওয়ায় সেগুলিও তুলে নিতে নির্দেশ দেয় কমিশন

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National #Narendra Modi

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত