Focal Point:
- The Famous Actress From Kalki Koechlin On His Relationship
“স্যাক্রেড গেমস ২”-তে প্রভূত জনপ্রিয়তা পাওয়ার পর শোনা যাচ্ছে কাল্কি কোচলিন (Kalki Koechlin) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ২০১৫ তে অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের সময় থেকে কখনও এই ধরনের কিছু শোনা যায়নি। তাই সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার আগেই তা জনসমক্ষে আনলেন কাল্কি নিজেই। জানালেন, “ইজরায়েলি পিয়ানোবাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্ক রয়েছে তার”। এই খবর অবশ্য সোশ্যাল মিডিয়া থেকেই জেনে গেছে দর্শক। কিন্তু জানা যায়, এই পিয়ানো বাদকই গর্ভজাত সন্তানের বাবা। কিন্তু গাই হার্শবার্গকে বিয়ে করা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অভিনেত্রী জানান,
“মাতৃত্বে পরিবর্তন অনুভব করছেন তিনি। অনেক বেশি ধৈর্যশীল, সংযমী হয়েছেন। কিন্তু তাই বলে কাজের ব্যাপারে ব্যাঘাত সৃষ্টি করবেন না কখনোই। বেশ কিছুদিন অল্প সংখ্যায় কাজ চালিয়ে যাবেন”।
লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News
সাম্প্রতিক শিরোনাম:
- এবার থেকে সংবাদমাধ্যমে সঞ্চালকের ভূমিকায় রোবট, দুশ্চিন্তার কারন একটাই
- পছন্দ হলেও সেদিন ওই গিটার কেনেন নি আয়ুব বাচ্চু, রইলো এক অজানা গল্প
- বদলে যাবে নাগরিকত্বের আইন
- অমিত লাবণ্যের কেমিস্ট্রি এবার চলচ্চিত্রে, মুক্তি পাবে “শেষের কবিতা”
- “নবদিন” এর মুখোমুখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অনুসরণঃ
#Entertainment #Bollywood
পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত।