Biopic Of Lalul Prasad Yadav
featured post বলি বিনোদন সূচনা

অপেক্ষা কয়েকটা দিনের, প্রকাশ্যে আসছে তার বায়োপিক

মুখ্যমন্ত্রী থেকে রেলমন্ত্রী, দীর্ঘ রাজনৈতিক জীবনে দুর্নীতির ছোঁয়া। এক কথায় দেশে তার মতো বর্ণময় রাজনৈতিক চরিত্র খুব কম আছে বলা যেতে পারে। এই মুহূর্তে পশু খাদ্য কেলেঙ্কারি-তে দোষী সাব্যস্ত হয়ে যার ঠিকানা কারাগার। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসছে লালু প্রসাদ যাদবের বায়োপিক। যেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় ভোজপুরী অভিনেতা যশ কুমার। লালুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ভোজপুরী অভিনেত্রী স্মৃতি সিনহা। উল্লেখ্য হ্যারিকেন বা লুণ্ঠনকে হিন্দিতে বলা হয় লালটেন। আর লালুর আরজেডি-র প্রতীক লুন্ঠন। সেখান থেকে সিনেমার নাম চূড়ান্ত হয়েছে লালটেন। হলি খেলা হোক বা ছট পুজো, আবার ইউপিএ ১ আমলে সংসদ ভবনে তার বক্তৃতা মানেই সকলের নজর রাখা। সবক্ষেত্রেই যেন কিছুটা ভিন্ন স্বাদের ব্যক্তিত্ব লালু প্রসাদ যাদব এবার রুপালি পর্দায় কতটা দর্শকের নজরে আসেন তার জন্য অপেক্ষা আর কয়েকটা দিনের।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Entertainment #Bollywood

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত