Ranbir Kapoor And Katrina Kaif
featured post বলি বিনোদন সূচনা

বিচ্ছেদের বহুদিন পর আবার জুটি বাঁধছেন রণবীর, ক্যাটরিনা

Focal Point:

  • Soon Ranbir Kapoor And Katrina Kaif Will Be Seen together

বহুদিনের সম্পর্ক বিচ্ছেদের পর আবার একসাথে জুটি বাঁধছেন রণবীর ও ক্যাটরিনা কাইফ (Ranbir Kapoor And Katrina Kaif)। সেই খবর প্রকাশ হতেই খুশি হয়েছে ভক্তকুল। বলি পাড়ায় গুঞ্জন,
রণবীর ও ক্যাটরিনার একসাথে শেষ ছবি ছিল অনুরাগ বসুর “জগগা জাসুস”। বক্স অফিসে সেরকম সাড়া না ফেললেও সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছিল এই ছবিটি। আর এই ছবির শুটিং চলা কালীন তাদের বিচ্ছেদ ঘটে। তবে এবার তারা একসাথে কোনো সিনেমায় নয়, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে অভিনয় করবে। তাদের সাথে থাকবে র‍্যাপার বাদশা। রণবীর বর্তমানে ব্যস্ত অয়ন মুখোপাধ্যায়ের “ব্রহ্মাস্ত্র” ছবির শুটিং নিয়ে। যেখানে অভিনয় করছে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়। অন্যদিকে ক্যাটরিনা, অক্ষয় কুমারের সঙ্গে “সূর্যবংশী” ছবি নিয়ে ব্যস্ত।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Entertainment #Bollywood

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত