featured post বলি বিনোদন

ধুম ফোর ছবিতে মূখ্য চরিত্রে বলিউড বাদশা

ধুম থ্রি র পর এবার ধুম ফোর এর অপেক্ষা। যা নিয়ে বলি পাড়ায় আলোচনা শুরু হয়েছিল বহু দিন আগে থেকেই। তবে এবার সেই আলোচনা বিস্তার লাভ করলো আরো কয়েকগুন।(Shah Rukh Khan in dhoom 4)
সূত্রের খবর ইয়াশরাজ ফিল্মএর পরবর্তী ছবি ধুম ফোর এ মূখ্য চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। যদিও ছবির কর্মকর্তারা এবিষয়ে এখনও প্রকাশ্যে কিছু না জানালেও বলিউড মহলের আলোচনায় এক কথায় তা স্পষ্ট।
আপনার জন্যঃ  
রেড অ্যালার্ট জারি হল ভারত-বাংলাদেশ সীমান্তে
প্রথমে শোনা গিয়েছিলো এই ছবিতে মূখ্য চরিত্রে দেখা যেতে পারে ভাইজান সলমান খানকে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই খবরে স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার বলিউড বাদশার ফ্যন মহলে। জানা গেছে সব ঠিক থাকলে এ বছর শেষে অথবা পরের বছর জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ধুম ফোর।

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News