Suman Saha
featured post বাজল ছুটির ঘন্টা সূচনা

পুজোয় নিজের কন্ঠে ‘ওগো আমার আগমনী’ নিয়ে হাজির শিল্পী সুমন সাহা

Focal Point:

  • Suman Saha Comes With His New Song On The Ocation Of Durga Puja

মহালয়ার পুন্য লগ্নে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আগমনী কন্ঠস্বর আর বলার অপেক্ষা রাখে না উমা-র আরাধনা শুরু হওয়া কেবলই সময়ের অপেক্ষা। আর সেই সন্ধিক্ষণে এবার নিজের কন্ঠে আগমনী সঙ্গীত নিয়ে দর্শকদের মধ্যে হাজির শিল্পী সুমন সাহা (Suman Saha)। পুজোর উন্মাদনার পাশাপাশি চতুর্থীর দিন প্রকাশ পাচ্ছে শিল্পীর নিজের কন্ঠে গাওয়া চির পরিচিত আগমনী সঙ্গীত, ‘ওগো আমার আগমনী’। শিল্পী সুমন সাহা এ প্রসঙ্গে “নবদিন”-কে জানালেন,

“মহালয়ার এই পরিচিত গান, যা বহু বছর আগে শ্রদ্ধেয় শিল্পী শিপ্রা বসু-র কন্ঠে শুনে মেতে উঠেছিল মানুষের মন, আজও সেই কন্ঠ আপামর মানুষের মনে গেঁথে রয়েছে, এবার পুজোয় এই গান-কে নিয়ে আমরা কাজ করেছি”। “পাশাপাশি গানের ভিডিও-তে বাস্তবিক জগতে মা দুর্গার চরিত্র ফুটিয়ে তুলতে কাজ করেছেন শিল্পী রশ্নি ঘোষ”। “গানের সাথে এসরাজে পূর্ন সহযোগীতা করেছেন শিল্পী সূতনু সরকার”। “ওকে ইউটিউব সিরিজের মাধম্যে এই ভিডিও পৌঁছে যাবে সকলের মধ্যে”।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Kolkata #Durga Puja 2019

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত