Dada Bhai Sangha durga puja
বাজল ছুটির ঘন্টা সূচনা

প্রাক্তন রাষ্ট্রপতির উপস্থিতিতে ন-পাড়া দাদাভাই সংঘের পুজো উদ্বোধন

আজ মহা পঞ্চমীর শুভ সন্ধ্যায় ন-পাড়া দাদাভাই সংঘের পুজো উদ্বোধন হল।পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে পুজোর উদ্বোধন হল ভারতবরষের প্রাক্তন রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে।এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়,বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ,বরানগর বিধানসভার বিধায়ক শ্রী তাপস রায়,রাষ্ট্রপতির বন্ধু ডঃ অমল মুখার্জ্জী ও অন্যান্য পুরপ্রতিনিধি ও বিরোধীনেতাগন।দাদাভাই সংঘের পৃষ্ঠপোষক শ্রী অঞ্জন পাল কে সাথে নিয়ে ও সকল মাননীয় অতিথিকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মাননীয় প্রণব মুখার্জ্জী।দুর্গাপূজার সাথে তাঁর যেহেতু এক নিবিড় সম্পর্ক আছে তাই এই উদ্বোধনে এসে অনেক পুরানো স্মৃতির সরনী বেয়ে যান মাননীয় প্রণব বাবু।এই পুজো থেকেই তাঁর নিজের বীরভূমের মিরাটির বাড়িতে গিয়ে পুজোয় যোগ দেবেন তিনি।আজকের এই অনুষ্ঠানকে ঘিরে মূল পৃষ্ঠপোষক অঞ্জন পাল ছিলেন যথেষ্ট খুশি।

 

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

আপনি কি অবগত আছেন?

অনুসরণঃ

#State