Budge Budge Shaou bari Durga Puja
বাজল ছুটির ঘন্টা সূচনা

বলি ও টলি তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর বজবজের সাউ বাড়ির পুজো

দক্ষিণ চব্বিশ পরগনার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম বজবজের আন্না রামনারায়ণ সাউ এর বনেদি বারির পুজো। এবার এই পূঁজা ১৭৬তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর বিশেষ দ্রষ্টব্য হল মা সাজেন ঝিনুকে। এই পুজোতে মোট খরচ হবে কুড়ি লক্ষ টাকা। পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বলিউডি অভিনেতা আরবাজ খান, টলি অভিনেতা হিরণ, খোকা বাবু খ্যাত প্রতীক সেন এবং রত্না চ্যাটার্জি দাস(দুলাল দাস এর মে)।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

আপনি কি অবগত আছেন?

অনুসরণঃ

#State