Aiahdaha Yubak Sangha Durga Puja
বাজল ছুটির ঘন্টা সূচনা

শিল্পী অমল পাঁজার ভাবনায় ডানা মেলছে পঁচাত্তরের আড়িয়াদহ যুবক সংঘ

৭৫বছরে পদার্পণ করলো আড়িয়াদহ যুবক সংঘ। তাদের এবারের থিম “উড়তে মোদের নেইকো মানা পঁচাত্তরে মেলবো ডানা”। পুজো প্রসঙ্গে শিল্পী অমল পাঁজা জানালেন, “আমাদের এবারের ভাবনা মিস্টি ও শান্তি।”মধু ও সাদার মেলবন্ধনে এই থিমকে বাস্তবে রুপ দেওয়া সম্ভব হয়েছে”। তিনি বলেন, “বর্তমান ইন্টারনেটের যুগে আমরা প্রকৃতির অবদান ভুলতে বসেছি”। “সেই কথা মাথায় রেখে মন্ডপের অন্দরে একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে”। “সাথে শান্তি সম্পৃতির বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে বদ্ধপরিকর আমরা”। আর কি বললেন তিনি? দেখুন ভিডিও

https://youtu.be/1UqhhhsUtXY?rel=0


লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

আপনি কি অবগত আছেন?

অনুসরণঃ

#State