Samrat Chakraborty
Featured দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

ত্রাণ নিয়ে পড়শুড়া বিধানসভায় পৌঁছে গেলেন বিজেপি শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী

পুড়শুড়া বিধানসভায় ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। এই প্রথম নয়, অতীতে সম্রাট বাবুকে বিভিন্ন স্থানে সমাজকল্যাণ মূলক কর্মসূচী তে উপস্থিত থাকতে দেখা গেছে। নিজে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় সামাজিক কর্মসূচী সম্পুর্ন করেন বিজেপি-র শ্রমীক নেতা সম্রাট বাবু। এদিন পুড়শুড়া বিধানসভায় পৌঁছে যান তিনি৷ উল্লেখ্য, হুগলী জেলার আরামবাগ, খানাকুল, পুড়শুড়া ব্লকের কিছু গ্রাম শেষ কিছুদিন হলো জলমগ্ন। বন্যা পরবর্তী সময় এই এলাকাগুলোতে ত্রাণ বিতরণে এগিয়ে এলেন বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী। পড়শুড়া বিধানসভার অরুনদা অঞ্চলে উপস্থিত হয়ে প্রায় শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সম্রাট বাবু। উপস্থিত ছিলেন এলাকার বহু বিজেপি কর্মী সমর্থক।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *