রাজ্য স্তরে নতুন মুখ পরীক্ষিত নাগ, উচ্ছসিত জেলা যুব কংগ্রেস

পরিক্ষিত নাগ
প্রকাশিত হয়েছে রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের ফলাফল। সেখানে স্পষ্ট ভাবে দেখা গেলো অবিভক্ত উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি পরিক্ষিত নাগ চার হাজারের কাছাকাছি ভোট পেয়ে রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক হয়েছেন। এই বিষয় জেলা যুব’র সাধারণ সম্পাদক অঙ্কুর আচার্য্য আজ সাংবাদিক’দের মুখোমুখি হয়ে বলেন, ‘একজন যোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসেছেন। দাদা শুধু আমার একার নয়, গোটা জেলার ছাত্র যুবদের কাছে একজন প্ৰিয় মানুষ’। অন্যদিকে উত্তর ২৪ পরগনার আরেক নির্বাচিত যুব সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, ‘রাজ্য সভাপতি আজাহার মল্লিক এবং পরীক্ষিত নাগের যুগলবন্দী দেখবার প্রহর গুনছি আমরা’। জেলা স্তরের ফলাফলে উত্তর ২৪ পরগনার শহরের সভাপতি নির্বাচিত হয়েছেন অলিভ দে সরকার।