বালাজি মন্দিরঃ নারায়নের স্থানে পূজিতা দেবী দূর্গা

ঘাটালের কোন্নগর এলাকার ১৩ এর পল্লী সার্ব্বজনীন এর দূর্গাপুজায় এবছর তাদের মন্ডপসজ্জায় তাঁরা ফুটিয়ে তোলেন দক্ষিণ ভারতের বিখ্যাত বালাজি মন্দিরকে।শুধুমাত্র বাইরের সাজসজ্জাই নয় বালাজি মন্দিরের ভিতরের সাজসজ্জাও খুব সুচারু ভাবে ফুটিয়ে তোলেন তাঁরা।বিষ্ণুর বিভিন্ন অবতারের ছবি দেখা যায় এই মন্ডপে।যদিও এই মন্ডপে বালাজির স্থানে পুজিতা হয়েছেন দেবী দূর্গা।সেই মূর্তিতেও ছিল দক্ষিণ ভারতের মূর্তির আদল।

আরাধনা অ্যাকাডেমি পরিচালিত, জয়পুর জেমস এন্ড জুয়েলারী পরিবেশিত, সহযোগীতায় কোরাল মল ও সুনেহরা ওয়েডিং প্ল্যানার শারদ সম্মান ২০২২ এর বিচারকদের বিচারে এই পুজো মন্ডপসজ্জায় জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করে।
Related Topics