লালকেল্লায় মাতৃ আরাধনা

এই বছর দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বর্ষপুর্তি উপলক্ষে স্বাধীনতার অমৃত মহোৎসব।সেই উৎসব ও দূর্গাপুজাকে মিলিত ভাবে পালন করার চিন্তা নিয়েই ঘাটাল সারদা পল্লী তাদের ২৩ তম বর্ষে তুলে ধরল লালকেল্লা।যেস্থানে তেরঙা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীন হয় আমাদের দেশ সেই লালকেল্লাই এবছর তাদের মন্ডপের প্রধান আকর্ষন।মন্ডপের ভিতর সাজানো হয় শহীদ ও মনিষীদের ছবি দিয়ে।মাতৃ প্রতিমাও এখানে সাবেকি।স্বল্প পরিসরে এই স্থাপত্য খুব সুচারু ভাবে উপস্থাপন করেন তাঁরা।

আরাধনা অ্যাকাডেমি পরিচালিত, জয়পুর জেমস এন্ড জুয়েলারী পরিবেশিত, সহযোগিতায় কোরাল মল ও সুনেহরা ওয়েডিং প্ল্যানার শারদ সম্মান ২০২২ এর বিচারকদের বিচারে এই পুজো পেয়ে যায় জেলার সেরা থিমের তৃতীয় পুরষ্কার।
Related Topics