কেদার মন্দিরে মায়ের আবাহন

বিবেকানন্দ মোড় সার্ব্বজনীন দূর্গোৎসবের মন্ডপে এবছর ফুটে ওঠে একটুকরো কেদারনাথ মন্দির।খুবই স্বল্প পরিসরে তারা ফুটিয়ে তোলেন তাদের উপস্থাপনা।মন্দিরের পাশাপাশি নজর কাড়ে তাদের প্রতিমা।প্রতিমার সাজসজ্জা ছিল মাটির।পোশাকে ছিল উত্তর ভারতের পোশাকের আদল। চালচিত্রে ফুটে উঠেছিল হর গৌরীর জীবনগাথা।প্রতিমার আদল ছিল সাবেকি।সব মিলিয়ে মাতৃপ্রতিমায় ধরা পড়ে সাবেকিয়ানার সাথে আধুনিকতার ছোঁয়া।

আরাধনা অ্যাকাডেমি পরিচালিত, জয়পুর জেমস এন্ড জুয়েলারী পরিবেশিত, শারদ সম্মান ২০২২ সহযোগিতায় সুনেহরা ওয়েডিং প্ল্যানার ও কোরাল মল এই পুজো জিতে নেয় জেলায় সেরা প্রতিমার দ্বিতীয় স্থানাধিকারীর সম্মান।
Related Topics