এক টুকরো রাজস্থান, ঘাটালের গোবিন্দপুর সার্ব্বজনীন এর পুজো


ঘাটালের গোবিন্দপুর সার্ব্বজনীন এর পুজোয় এবার ফুটে উঠল এক টুকরো রাজস্থান।রাজস্থানের এক অখ্যাত গ্রামের জমিদার বাড়ির পুজোর পরিবেশ ফুটিয়ে তুললো তারা।ফাইবারের উপর রঙ দিয়ে তৈরী হয় দ্বারপালের মুর্তি।বালির উপর সাজানো হয় উটের মুর্তি।তার সাথে ছিল মানানসই প্রতিমা ও আলোকসজ্জা।
আরাধনা অ্যাকাডেমির পরিচালনায়, জয়পুর জেমস এন্ড জুয়েলারীর পরিবেশনায় আয়োজিত শারদ সম্মান ২০২২ এর বিচারকদের বিচারে গোবিন্দপুর সার্ব্বজনীন পেয়ে যায় জেলার মধ্যে সেরা থিমের দ্বিতীয় স্থানের পুরস্কার।শারদ সম্মানের সহযোগিতায় ছিল কোরাল মল ও সুনেহরা ওয়েডিং প্ল্যানার।
Related Topics