তাজপুরে আদানি গোষ্ঠী, শুরু হতে চলেছে বন্দর তৈরির কাজ

তাজপুর
জল্পনার অবসান। তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করতে চলেছে আদানি গোষ্ঠী। সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মধ্যেই পূর্ব-মেদিনীপুরের তাজপুরে (Tajpour port) গভীর সমুদ্র বন্দরের কাজ সম্পুর্ন হবে। ২৫ হাজার কোটি টাকা খরচে সম্পুর্ন হবে নির্মাণকাজ।
উল্লেখ্য, কয়েক বছর আগে থেকেই রাজ্যে আদানি গ্রুপের বিনিয়োগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাজপুরে বন্দর বিনিয়োগ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন গৌতম আদানি। এই প্রসঙ্গে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাও বলেন আদানি গ্রুপের প্রতিনিধি দল। অবশেষে, সোমবার সব জল্পনার অবসান হলো।
এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘সোমবার মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয়েছে তাজপুরে বন্দর করবে আদানি গোষ্ঠী। সবমিলিয়ে ২৫ হাজার মানুষের কর্মস্থান হবে। আগামী তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা’।
স্যোশাল মিডিয়ার প্রতিটি মাধ্যমে আমাদের সাথে খবরে থাকুন। ফলো করুন ‘নবদিন‘-এর ফেসবুক পেজ ও টুইটার