মহাকরণে অগ্নিকাণ্ড

মহাকরণ
কলকাতার যে কতগুলি ঐতিহ্যবাহী ইমারত আছে তার মধ্যে অন্যতম মহাকরন (Writers Building)। ব্রিটিশ আমল থেকেই এই স্থাপত্যের ঐতিহ্য সর্বজন বিদিত। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই স্থাপত্য থেকেই রাজ্য চালিয়েছেন বিধান চন্দ্র রায় থেকে শুরু করে অতল্যু ঘোষ, প্রফুল্ল সেন সহ জ্যোতি বসু , বুদ্ধদেব ভট্টাচার্য এবং সর্বশেষ আধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কাল খণ্ড বদলেছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন পরিবর্তন হয়ে হয় নবান্ন। বৃদ্ধ মহাকরন এর দরকার সংস্কার। চলছে সেই কাজ ই। এর মধ্যে মহাকারন এর এক তলায় ব্লক নং ৫ এ ঘটে গেল অগ্নি কাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌছেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে ধ্রুত গতিতে। হতাহতের এখনও কোন খবর নেই দমকল সূত্রে।