কসবা থেকে রথতলা, সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ইডি হানা

প্রতীকী ছবি
সকাল থেকে আবারো শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি। পার্থ-অর্পিতা কে জেরা করে সন্ধান পাওয়া মূলত কয়েকটি বাড়ি ও ফ্ল্যাটে শুরু হয়েছে অভিযান। বালিগঞ্জ থেকে রথতলা কয়েকটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন ইডি’র আধিকারিক’রা।
বেলঘরিয়া রথতলায় বিলাসবহুল আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট রয়েছে বলে খবর। সকাল থেকে সেই দুটি ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়েছে। তবে ফ্ল্যাটে তালা দেওয়া থাকায় প্রথমে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় আধিকারিকদের।
অন্যদিকে, দেওয়ান পাড়া’য় অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। সেখানেও পৌঁছে গেছেন ইডি’র একটি দল। এই মুহুর্তে সেই বাড়িতে চলছে তল্লাশি। পাশাপাশি, অর্পিতা দেবীর বৃদ্ধা মা’এর সাথেও কথা বলার চেষ্টা করছে ইডি।
পাশাপাশি, কসবা রাজডাঙা এলাকার একটি অফিসে হানা দিয়েছে ইডি। ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’ নামে ওই সংস্থার মালিক অর্পিতা মুখোপাধ্যায় বলে সূত্রের খবর। সংস্থার আর্থিক লেনদেন বিস্তারিত খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে।