অপমানের প্রতিবাদে কালীপুজো; ভোগ নিবেদনে ‘এক মুষ্টি চাল’ কর্মসূচীতে সামিল মহিলা মোর্চা

প্রদেশ মহিলা মোর্চার মিডিয়া ইনচার্জ সমাপ্তি রায়ের উদ্যোগে এই কর্মসূচী
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের৷ মা কালী সম্পর্কিত অসম্মানসূচক মন্তব্যের বিরোধীতায় অনুষ্ঠিত হতে চলেছে কালীপুজা। প্রদেশ ভারতীয় জনতা মহিলা মোর্চার (WB BJP Mahila Morcha) উদ্যোগে রাজ্য বিজেপি সদর দপ্তরে হতে চলেছে এই পুজা।সেই উপলক্ষ্যে মায়ের ভোগ প্রসাদ দানের জন্য প্রদেশ জনতা মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর নির্দেশে কলকাতা উত্তর শহরতলী জেলার বরানগর মন্ডল ২এর ১১ ও ২৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল ‘এক মুষ্টি চাল’ কর্মসূচী।

প্রদেশ মহিলা মোর্চার মিডিয়া ইনচার্জ সমাপ্তি রায়ের উদ্যোগে এই কর্মসূচীতে ছিলেন বরানগর মন্ডল ২ এর যুগ্ম সাধারন সম্পাদক সৌমেন দে ও দেবরাজ দত্ত। এছাড়াও ছিলেন সুরাজ দে, জয়দ্রথ দত্ত, বাসুদেব ঘোষ, দামোদর পাসোয়ান, রবিন প্রামাণিক, তারক পাসোয়ান, কৌশিক রায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্ববৃন্দ।